বিপিএলে ফরচুন বরিশালে বিদেশি খেলোয়াড়ের হিড়িক

ডেস্ক রিপোর্ট ॥ বিপিএলে বরিশালে আরও ৩ বিদেশি খেলোয়াড় যোগ দিচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। যদিও ৬টি দল এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে তারা। এবার বরিশালের ফ্রাঞ্চাইজি বেশ এগিয়ে। বরিশাল ফরচুন নামে আগামী বিপিএলে অংশ নিতে যাওয়া দলটি জানিয়ে দিয়েছে, তাদের হয়ে এবার খেলবেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে তার আইপিএল সতীর্থ ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়েছে বরিশাল। ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজিটি তাদের ফেসবুক পেজে কয়েকজন বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। ফরচুন বরিশালে আন্দ্রে রাসেল এবং আফগানিস্তানের রহস্যময় অফস্পিনার মুজিব-উর রহমান, ইংল্যান্ডের স্যাম বিলিংস এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের হ্যাটট্রিকধারীলঙ্কান স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গার নাম শোনা যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin