আগামীকাল বরিশাল প্রেসক্লাবের নির্বাচন

মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ আগামীকাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ২০২২ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা জমে উঠেছে। ১০টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সবাই দোয়া চাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইছে প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রেসক্লাবের উন্নয়নের রূপাকার, বার বার নির্বাচিত সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। এরপর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মানবেন্দ্র বটব্যাল ও মুরাদ আহমেদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এসএম জাকির হোসেন ও কাজী মিরাজ মাহমুদ। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন পুলক চ্যাটার্জি, কাজী আলম মামুন, এম এম আমজাদ হোসাইন ও সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, সহ-সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এম জহির ও আযাদ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সুখেন্দ্র এদবর ও জিয়া শাহিন, পাঠাগার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোঃ খান রুবেল ও সাইদ মেনন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কে এম নয়ন ও রাইসুল ইসলাম অভি, ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোঃ আরিফিন তুষার ও সাইয়েদ কাজল, দপ্তর সম্পাদক প্রতিদ্বন্দ্বীতা করছেন মোঃ নাসির উদ্দিন ও এম লোকমান হোসাইন, সদস্য পদের প্রতিদ্বন্দ্বীতা করছেন তপংকর চক্রবর্তী, কলম সেন গুপ্ত, মিজানুর রহমান, সুমন চৌধুরী, মোঃ আবদুর রাজ্জাক ভুইয়া, এম মোফাজ্জেল, নিকুঞ্জ বালা পলাশ, এস এম ইকবাল, নুরুল আলম ফরিদ, মু. ইসমাইল হোসেন নেগাবান, গোপাল সরকার, সৈয়দ দুলাল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে সহ-সভাপতি পদে মনিরুল আলম স্বপন ও সদস্য পদে রফিকুল ইসলাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin