নিজস্ব প্রতিবেদক ॥ তথ্য গোপন করে ছাত্রদলের পদ হাতিয়ে নিলেন ছাত্র নেতা । বরিশালের হিজলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মাঈনুল হাসান সম্রাটের বিরুদ্ধে স্ত্রী অস্বীকার করার অভিযোগ উঠেছে । তার স্ত্রী পরিচয় দানকারী ফরহা চৌধুরী( সুইটি) অভিযোগ করে বলেন সম্রাট আমার স্বামী।
তার সাথে দুইবছর প্রেমের সম্পর্ক করে আমাদের বিয়ে হয়েছে। বেশ কয়েক মাস ধরে সম্রাট আমার সাথে কোনো যোগাযোগ করেনি, আমি মানসিক এবং স্বাররিক ভাবে অসুস্থ্য হয়ে পরলে, বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সুইটি বলেন আমার বিয়ের কাবিননামা ও লুকিয়ে রেখেছে।
আমি খুব অসুস্থ ছিলাম ৩ দিন চিকিৎসা শেষে হিজলার বোনের বাড়িতে চলে আসছি। আমার স্বামী সে ছাত্র দলের রাজনীতি করে নতুন কমিটির হবে তাই আমাদের বিয়ের বিষয় টা গোপন করে রাখতে বলে। যেইনা কমিটিতে বড় পদ পেয়েছে তখন থেকেই কেমন যেনো হয়ে গেছে। সে আমার ফোন ধরা বন্ধ করে দিয়েছে।
আমি অসুস্থ সেই খবর শুনেও কোনো খোঁজ খবর নেয়নি। অপর দিকে বিয়ে করার বিষয় টা গোপন রেখে দলীয় পদ ভাগিয়ে নেয়ার জন্য বরিশাল জেলা ছাত্র দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার জন্য সুপারিশ পাঠানো হবে বলে জানান বরিশাল জেলা ছাত্র দলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু।
এবিষয়ে কথা বলতে হিজলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মাঈনুল হাসান সম্রাটের মোবাইল ফোনে একাধিক কল করলে তিনি ফোন রিসিভ করে নাই। সম্রাটের স্ত্রী পরিচয় দানকারী সুইটি জানায় এইটি তার দ্বিতীয় বিবাহ আগের স্বামীর সাথে ডিভোর্স দিয়েছেন তিনি।
এঘটনা নিয়ে বরিশাল ছাত্র দলের রাজনীতিতে ব্যাপক সমালোচনার ঝর বৈছে। ফরহা চৌধুরী(সুইটি) বরিশাল সদর রোডের আগোরপুর এলাকার রফিক উদ্দিন চৌধুরীর মেয়ে। তার পূর্বে একটি সন্তান আছে বলে জানায় সুইটি। ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে।





