দের বছর পর মাঠে মাশরাফি, পেলো ২ উইকেট

সিটি নিউজ ডেস্ক:: মাশরাফি বিন মোর্ত্তজাকে সবশেষ মাঠে দেখা গিয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের বিপক্ষে।

জেমকন খুলনার হয়ে খেলার পরের এক বছর ২২ গজে আর দেখা যায়নি মাশরাফিকে। এরপর এবারের বিপিএল দিয়ে মাঠে ফেরার ঘোষণা দেন নড়াইল ২ আসনের এ সংসদ সদস্য।

তবে টুর্নামেন্টের আগে অনুশীলনে চোট পান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। ফলে দলের হয়ে প্রথম তিন ম্যাচে নামতে পারেননি।

অবশেষে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে বিপিএলের আসরে নামলেন ৩৮ বছর বয়সী এ তারকা।

বল হাতে খুব বেশি কিছু করার সুযোগ ছিল না মাশরাফির সামনে। কারণ আগে ব্যাট করে তার দল মিনিস্টার ঢাকা মাত্র ১০০ রানে গুটিয়ে যায়।

ছোট সংগ্রহকে ডিফেন্ড করতে নেমে বল হাতে বেশ কার্যকর ছিলেন মাশরাফি। চতুর্থ ওভারের পঞ্চম বলে আউট করেন ১৬ রান করা লেন্ডল সিমনসকে।

আর দ্বিতীয় স্পেলে এসে ১৭তম ওভারের তৃতীয় বলে ফেরান ৪৫ রান করা এনামুল বিজয়কে।

চার ওভার বল করে ২১ রান দিয়ে দুই উইকেট নেন বাংলাদেশ ক্রিকেটের এই গ্রেট।গতি কমে গেলেও মাশরাফির বোলিংয়ে ছিল পুরনো সেই নিয়ন্ত্রণ ও মাপা বোলিংয়ের ঝলক। পরের ম্যাচগুলোতে নিশ্চিত ভাবেই ম্যাশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin