বানারীপাড়ার সংখ্যালঘু পরিবারের পাশে ট্রাস্টি সুরঞ্জিৎ দত্ত লিটু

সিটি নিউজ ডেস্ক :: বানারীপাড়া উপজেলার উদয়কাঠী তেতলা গ্রামের সংখ্যালঘু পরিবারের জমি দখলচেষ্টা অভিযোগ উঠেছে এমপির বিরুদ্ধে। জমি কেনা বেচা নিয়ে কথা চালাচালি হয়েছে তবে কোন বায়না বা রেজিস্ট্রি হয় নাই। ওই দিন রাতে এমপি সাহেবের কথায় রতন ঘরামী বাড়ীতে গিয়েছিলাম,জমির বিষয়ে কথা বলতে। এমন কথা বলেছেন স্থানের ইউপি সদস্য মো : ইব্রাহিম । সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শনিবার ২৮ জানুয়ারি সকালে উদয়কাঠী তেতলা গ্রামের সংখ্যালঘু পরিবারের সার্বিক খোজ খবর নিতে যান ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্ম কল্যান ট্রাস্টি বোর্ডের সদস্য ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটুরসহ সংগঠনের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে।সেসময় জেলা কমিটির নেতা এ্যাড. সুভাষ দাস নিতাই, এ্যাড. পঙ্কজ কুমার গুপ্ত, ছাত্র ঐক্য পরিষদ জেলা সম্পাদক প্রিয়ংকর পাল, যুগ্ম সম্পাদক আবীর কুন্ডুসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্লেষণে দেখা যায়, ঐ দিন রতন ঘরামীর বাড়িতে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিত তার সহযোগি তুহিন, আল-আমিন ও ইলিয়াসকে নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়। তারা তাকে ভয়ভীতি দেখিয়ে পরের দিন জমি রেজিস্ট্রি করানোর জন্য চাপ দিতে থাকে এবং না গেলে তাকে বেধে নিয়ে যাওয়া হবে বলে জানায়। এই ঘটনা পার্শ্ববর্তী লোকজন জেনে ৯৯৯ এ ফোন করে এবং রাত ২:৩০ মিনিটের দিকে পুলিশ জিম্মিদের উদ্ধার করে ও ভূমি দস্যু ২ জনকে গ্রেফতার করে। এরপূর্বে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ দলীয় এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগের পর আদালতে মামলা করেছেন বানারীপাড়া উপজেলার পশ্চিম তেতলা গ্রামের কৃষক রতন ঘরামী। বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে ইউপি সদস্য ইব্রাহিম বেপারী, আল-আমিন, তুহিন গাজী ও ইলিয়াস খানকে। তাদের মধ্যে আল-আমিন এমপি শাহে আলমের পারিবারিক কর্মচারী। অন্যরা তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ করা হয়েছে, বরিশাল-২ (বানারীপড়া-উজিরপুর) আসনের এমপি শাহে আলম ১৫ দিন আগে রতন ঘরামীকে তার বাসায় ডেকে নেন। খামার করার জন্য রতনকে ১৫ কাঠা জমি লিখে দেওয়ার জন্য বলেন। রতন কোনো জবাব না দিয়ে ওই বাসা থেকে চলে যান। গত ২৪ জানুয়ারি রাত ১১টায় আল-আমিনসহ চারজন রতনের ঘরে ঢুকে ১৫ কাঠা জমি এমপির নামে লিখে দিতে বলেন এবং নানা ধরনের হুমকি দেন। রতনের আত্মীয়স্বজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে রাত ২টায় পুলিশ গিয়ে রতনকে উদ্ধার করে। এ সময় পুলিশ তুহিন গাজী ও ইলিয়াস খানকে আটক করলেও পরদিন সকালে ছেড়ে দেয়। ছয় মাস ধরে রতনকে এ নিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। প্রতিনিধি দল স্থানীয় জনগণকে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ও দোষীদের বিচার এবং তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উম্মোচনের দাবী জানান এবং সকলকে ভয় না পেয়ে হিন্দু মুসলমান সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন। ভুক্তভোগী পলাতক রতন ঘরামি ও সুমন রায় এর পরিবারের জান মালের নিরাপত্তার দাবী জানান। এর আগে মঙ্গলবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলনে পশ্চিম তেতলা গ্রামের সুমন রায় অভিযোগ করেছিলেন, ছয় মাস ধরে শাহে আলম গ্রামের সংখ্যালঘু পরিবারের জমি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।অভিযোগের বিষয়ে শাহে আলম সমকালকে বলেছেন, বানারীপাড়ার আওয়ামী লীগের কিছু নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাদের ইন্ধনে এসব হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin