বরিশালের উজিরপুরে সাবেক ওসির বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বাড়ীর লোকজনের হাত, পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতচক্র।
সরেজমিন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের সাবেক ওসি মৃত: সহিদুল ইসলাম সরদারের বাড়ীতে ৩ মার্চ আনুমানিক ২টায় দরজার কেচিগেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ওসির ছেলে সাইফুল ইসলাম মিলন (৩৫), শ্যালক ফাহাদ সরদার (২০) ও ছেলের স্ত্রী রেশমা আক্তার(২৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ৮ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার গহনা, ৩টি মোবাইল সেট ও নগদ ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান সাইফুল ইসলাম মিলন। ওই রাতেই উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এ পর্যন্ত কোন মামলা হয়নি, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





