৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের মুখোমুখি টাইগাররা। জিতলে আফগানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নেওয়ার সুযোগ পাবে। এমন দিনে টসভাগ্যে হেসেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান।

প্রথম ওভারে ফারুকির ইনসুইং ও আউটসুইংয়ে বিভ্রান্ত হয়েছেন মুনিম। দ্বিতীয় ওভারে নবীর দ্বিতীয় বলেই চার। অভিষেকে ১৭ রান করলেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই অঙ্কের ঘর পার হতে পারেননি মুমিম শাহরিয়ার। নবীর চতুর্থ বলে মিড অফে ক্যাচ দিয়ে ৪ রান করে ফেরেন বিপিএল মাতানো এই ব্যাটসম্যান।

ব্যাট হাতে ঝড়ো ইনিংসের ইঙ্গিতই দিচ্ছিলেন আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফিরলেন তিনি। ওমরজাইয়ের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন লিটন (১১)।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটারদের দুর্দশা যেন কাটছেই না। প্রথম ম্যাচের মত শেষ ম্যাচেও পাওয়ারপ্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান করে স্বাগতিক দল। 

দলীয় ৩৮ রানে রান আউটে কাটা পড়লেন নাঈম। করিম জানাতের হাতে বল দেখেও নন-স্ট্রাইক প্রান্ত থেকে দৌড় দিলেন নাঈম। ফিরে আসার আগেই দুর্দান্ত থ্রোতে স্ট্যাম্প ভেঙে দিলেন করিম জানাত। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের দরকার ছিল একটি বড় জুটি। কিন্তু রান রান তোলার চাপে বিদায় নিলেন সাকিবও। ওমরজাইয়ের বলে মারতে গিয়ে উইকেটের পেছনে বল তুলে দেন আকাশে। সেটি তালুবন্দি করেন রহমানুল্লাহ গুরবাজ। ১৫ বলে ৯ রান করেন তিনি।

দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বিকে বিশ্রাম দেয়া হয়েছে এই ম্যাচে। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। এই ম্যাচে ব্যাট করতে নামলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম।

আফগান একাদশ থেকে বাদ পড়েছেন মুজিব উর রহমান ও কাঈস আহমেদ।

মিরপুরে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেলেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ ও র‍্যাংকিংয়ে আফগানদের টপকে ৮ নম্বরে উঠে আসার হাতছানি বাংলাদেশের সামনে। বর্তমানে এক পয়েন্টের ব্যবধান দুই দলের। বাংলাদেশ জয় পেলে ২৩৩ পয়েন্ট নিয়ে উঠে যাবে র‍্যাংকিংয়ের আটে। আফগানদের রেটিং হবে ২২৭, যা তাদের নামিয়ে দেবে ১০ম স্থানে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ যদি ১-১ এ ড্র হয়, তাহলে কোনো দলেরই অবস্থান পরিবর্তন হবে না। পাল্টাবে না রেটিংও। তবে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২২৮ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ম স্থানে চলে যাবে টাইগাররা। ২৩৭ রেটিং নিয়ে আফগানিস্তান তখন উঠে যাবে ৭ম স্থানে। এই সিরিজ তাই আফগানিস্তানের জন্যও র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাঈম শেখ, আফিফ হোসেন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, ওসমান গনি, করিম জানাত, ফজল হক ফারুকি, শরফুউদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।

Share on facebook
Share on twitter
Share on linkedin