বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিটি নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। বরিশাল নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ১০টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, জেবুন্নেছা আফরোজ ও সাইদুর রহমান রিন্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু ও রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

এর আগে কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে একই স্থানে সিলেটে বন্যা দুর্গত মানুষদের বিপদমুক্তিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আওয়াম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

এদিকে দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে সভাস্থলে উপস্থিত হন।বিকেলে দলীয় কার্যলয়ের সামনে দোয়া মোনাজাত শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin