সিটি নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। বরিশাল নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ১০টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, জেবুন্নেছা আফরোজ ও সাইদুর রহমান রিন্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু ও রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

এর আগে কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে একই স্থানে সিলেটে বন্যা দুর্গত মানুষদের বিপদমুক্তিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আওয়াম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

এদিকে দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে সভাস্থলে উপস্থিত হন।বিকেলে দলীয় কার্যলয়ের সামনে দোয়া মোনাজাত শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করেন।





