বরিশালের চাঁদপুরায় জমি নিয়ে বিরোধ: ইউপি সদস্যসহ আহত ৯

সিটি নিউজ ডেস্ক:: বরিশাল সদর উপজেলা ৮নং চাঁদপুরায় জমি বিরোধের জের ধরে মহিলা মেম্বার সহ ৯ জনকে কুপিয়ে পিটিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ঘর বাড়ি ভাঙচুরও লুটপাট চালানো হয়।গত সোমবার রাত আটটার দিকে রাজারহাট ব্রিজ সংলগ্ন আলি আজীম খান বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলো, চাঁদপুরার ৪ ৫ ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার মঞ্জু বেগম, মঞ্জু বেগমের দেবর অরুণ খান, আলামিন খান, ছেলে সজিব খান, স্বামী এনায়েত খান, ভাসুরের ছেলে মনির খান সহ ৮-৯ জন।

এদের মধ্যে গুরুতর নামদারী পাঁচজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত অরুণ খান জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে অরুণ খান ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ সালাম হাওলাদারের ছেলে মুখলেসুর রহমান নাদিম ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।নাদিম ও তাঁর সহযোগীরা জোরপূর্বক ভাবে অরুণ খান ও তার পরিবারের জমি জবর দখল করার চেষ্টা চালায়।

বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান রয়েছে।বিষয়টি নিয়ে অরুন খান ও তার পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনকে জানালে এলাকায় একটি সমাধানের বৈঠক হয়।সোমবার সকাল দশটায় রাজার ব্রিজ সংলগ্ন স্থানে সালিশ বৈঠক হয়।সেখানে স্থানীয় সালিশদাররা উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে বিরোধপূর্ণ জমিতে সীমানা পিলার নির্ধারণ করে দেয়া হয়।কিন্তু প্রতিপক্ষ নাদিম ও তার সহযোগীরা সীমানায় পিলার দেয়া বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নেয়নি।

তারা ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন সোমবার রাত আটটার দিকে নাদিম ও তার সহযোগীরা অরুণ খানের বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।এ সময় অরুণ খান ও তার পরিবারের সহযোগীরা বাধা দিলে নাদিম ও তার সহযোগী সাজা প্রাপ্ত আসামী বাচ্চু- বাহাদুর, নেতৃত্বে সবুজ, জিসা, জিত, টিটু, বাবু, আলামিন,সহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে অরুণ খানকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত করেন।

এসময় অরুন কে বাঁচাতে এনায়েত খান, আলামিন, মনির খান, সজিব খান, সংরক্ষিত মেম্বার মঞ্জুয়ারা বেগম সহ ৮-৯ জন আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে জখম করেন নাদিম, বাচ্চু, বাহাদুর সহ অন্যান্য সহযোগীরা।স্থানীয়রা আহতদের উদ্ধার করে অরুণ, এনায়েত, আলামিন, মনির, ও সজীবকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।অভিযোগ রয়েছে হামলাকারী নাদিম একজন ভয়ঙ্কর সন্ত্রাসী এবং বাচ্চু ও বাহাদুর সাজাপ্রাপ্ত আসামী।

এলাকায় এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা-মামলার শিকার হতে হয় ।সাধারণ মানুষ এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে।।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin