বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল: বাজার মনিটরিং করার দাবী

সিটি নিউজ ডেস্ক:: দেশের পাইকারী ও খুচর বাজার গুলোতে এখনো বাড়তি দরেই কিনতে হচ্ছে সয়াবিন তেল। দোকানীরা বলছেন, তাদের কাছে নতুন দরের তেলের চালান এখনও পৌছে নি। একারোনেই তারা আগের দরেই ভোজ্যতেল বিক্রি করছেন। তিন দফায় ৫৫ টাকা বাড়ানোর পর গত রোববার (২৬ জুন) সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেয় ভোজ্যতেল ব্যবসায়ীরা। যা গতকাল থেকে কার্যকর হবার কথা ছিল।

নতুন দর অনুযায়ী পাঁচ টাকা কমে প্রতি লিটার সয়াবিন তেল খুচরায় ১৮০ টাকা; ছয় টাকা কমে বোতলজাত তেল ১৯৯ টাকা এবং ১৭ টাকা কমিয়ে ৫ লিটার বোতল ৯৮০ টাকা মূল্যে বিক্রি করার কথা।

এর আগে সবশেষ ৯ জুন সংসদে বাজেট প্রস্তাবের দিন বোতলজাত সয়াবিনের দাম সাত টাকা বাড়িয়ে লিটারপ্রতি ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ৫৫ টাকা বাড়ানো হয়। তবে গত কয়েকদিন থেকে আন্তর্জাতিক বাজার নিম্নমুখী হয়ে পড়ায় দাম কমানোর বিষয়টি আলোচনায় ছিল।

এবিষয়ে প্রশাসনের নজরদারী মাধ্যমে বাজার মনিটরির্ করার দাবী জানিয়েছেন ভোক্তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin