ইকবাল হোসেন তাপস’র কল্যাণে অসহায় কালাম পেলো ভ্যান

সিটি নিউজ:: নগরীর সুবিধা বঞ্চিত মোঃ আবুল কালাম মাঝি কে একটি ভ্যান গাড়ী তুলে দেয় হয়।আজ শনিবার সকালে আবুল কালাম মাঝির হাতে ভ্যান গাড়ী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।কালাম মাঝির দৈনন্দিন জীবন পরিচালনার জন্য একটি ভ্যান গাড়ির প্রয়োজন ছিলো বলে জানান তিনি।

বরিশাল ফরএভার লিভিং সোসাইটির চেয়ারম্যান মোঃ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস অসহায় আবুল কালাম মাঝির এই অসুবিধার কথা শুনে বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এ এস ইমামুল হাসান শামীম এর মাধ্যমে কালাম মাঝিকে একটি ভ্যান গাড়ি কিনে দেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ সকাল দশটার সময় বরিশাল ফর এভার লিভিং সোসাইটির অফিসের সামনে শ্রমজীবী মোঃ আবুল কালাম মাঝির হাতে ভ্যান গাড়িটি তুলে দেন সংগঠনের পরিচালক এ এস ইমামুল হাসান শামীম।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন এবং বরিশাল ফরএভার লিভিং সোসাইটির অফিস সহকারী মোসাম্মৎ মেরিনা লামিয়া, মোঃ আশিকুর রহমান, মোঃ শাহারিয়ার ইসলাম তমাল এবং রিপা রানী।

Share on facebook
Share on twitter
Share on linkedin