সিটি নিউজ ডেস্ক:: শ্রী শ্রী জগন্নাথ বলদেব শুভ্রদাদেবীর রথযাত্রা উৎসব উপলক্ষে শুক্রবার বিকেলে সদর রোড জগন্নাথ মন্দিরের আয়োজনে র্যালি নেতৃত্ব দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টি বোর্ডের সদস্য ভানু লাল দে।

সেসময় হিন্দু ধর্মীয় বরিশাল জেলা ও মগহানগর নেবৃন্দ উপস্থিত ছিলেন।র্যালি বের হয়ে শহরের বিভন্ন সড়ক পদক্ষিন করে।





