সিটি নিউজ ডেস্ক:: উপমহাদের সব চাইতে বড় শ্মশান দিপালী উৎসব উদযাপন উপলক্ষে বরিশাল মহাশ্মশান পরিদর্শনে করেন বিএনপি পুলিশ কমিশনার (দক্ষিণ) এর মোহাম্মদ আলী আশরাফ ভূঁইয়া বিপিএম (বার)।
আজ ১৫ অক্টোবর শনিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। সেসময় উপস্থিত ছিলেন বরিশাল মহাশ্মশান কমটির সভাপতি মানকি মুখাজির্ কুডু, সাধারন সম্পাদক তমাল মালাকার প্র্রমুখ।





