আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বরিশালে নানা আয়োজন

নিজেস্ব প্রতিবেদক :: বরিশালে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি কমিটি ও সনাকের আয়োজনে আজ শনিবার ৯ ডিসেম্বর সকালে নগরীর সার্কিট হাউজের সামনে সড়কে মানববন্ধন শেষে সার্কিট হাউজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল গাফফার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাকের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin