পিরোজপুরে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর জেলার নাজিরপুরে ডোবা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নাজিরপুর-ঢাকা সড়কের শাঁখারিকাঠী ইউনিয়নের নতুন রাস্তা সংলগ্ন চালিতাবাড়ি নামক স্থানে রাস্তার পাশের একটি ডোবা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল বলেন, একটি ডোবায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পাওয়ার খবর শুনেছি।  তবে তিনি শাঁখারীকাঠী ইউনিয়নের বাসিন্দা নন। 

মরদেহের উদ্ধার কাজে আশা থানা পুলিশের এসআই মো. মাইনুল হোসেন বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গায়ে একটি সাদা চেক পাঞ্জবি, মুখে দাঁড়ি ও গায়ের পাঞ্জাবির পকেটে একটি তসবি পাওয়া গেছে।

স্থানীয় গ্রাম পুলিশ মো. কামরুজ্জামান কাজী জানান, স্থানীয়রা বৃহস্পতিবার ওই বৃদ্ধকে এলাকায় ঘুরতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ মানসিক প্রতিবন্ধি হতে পারেন। 

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin