খুনের হুমকির ঝুঁকিতে সালমান, গ্রেপ্তার দুই

সিটি নিউজ ডেস্ক :: বছরখানেক ধরেই হত্যার হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এরই মধ্যে নতুন বছরের শুরুতে অভিনেতার পানভেলের খামারবাড়ি অর্পিতায় প্রবেশের চেষ্টায় দুইজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

ভারতের জনপ্রিয় অনলাইন হিন্দুস্তান টাইমসের খবর, চিঠি ও ই-মেইলে একের পর এক হত্যার হুমকির পর গত বছরের মাঝামাঝি সময় থেকেই ভারত সরকারের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে সালমানের নিরাপত্তা। এসবের মাঝেই অভিনেতার খামারবাড়িতে দু’জনের অনুপ্রবেশের খবরে চিন্তায় পড়েছেন ভক্তরা। 

গত ৪ জানুয়ারি ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন খামারবাড়ির ম্যানেজার শশীকান্ত ওমপ্রকাশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin