নিজেস্ব প্রতিনিধি :: বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবক আটক হয়েছেন।
হুমকির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, “ওই যুবক বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছেন।”
আজ ১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নেজারত অব ডেপুটি কালেক্টর-এনডিসি অংচিং মারমার কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
আটক মেহেদি হাসান অভি (২৮) বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের বাসিন্দা। ঘটনার পর জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, “এক যুবক আমাদের অফিসে এসে একজন কর্মকর্তাকে হুমকি দিয়েছেন। সেজন্য তাকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখবে।”
কী ধরনের হুমকি, জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, “ওই যুবক বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছে। দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছে।”বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, “অফিসিয়াল আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সেখানকার কর্তৃপক্ষ অভিকে আটক করে আমাদের কাছে হ্যান্ডওভার করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন যুবক অভি সাংবাদিকদের বলেন, তিনি জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। এ বিষয়ে জানতে গেলে এনডিসি অংচিং মারমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সুত্র,বিডি নিউজ





