পায়রা ও কুয়াকাটা বিমানবন্দর’র স্থান পরিদর্শন

পটুয়াখালী প্রতিনিধি :: পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে পর্যটন ভিত্তিক শীর্ষক প্রকল্প এলাকায় বিমানবন্দরের স্থান চিহ্নিত করতে প্রাথমিক পরিদর্শন করেছে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া এলাকায় এই পরিদর্শনে যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের পরিচালক মো. জহিরুল ইসলাম।

এসময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রানালয়ের উপ সচিব, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি , পরিচালক এটিএম বিভাগ (বেবিচক) প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের প্রশাসন পরিচালক (বেবিচক) মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই এলাকায় ৩ হাজার একর ভূমিতে বিমান বন্দর নির্মাণ হতে পারে। তাই প্রাথমিক ভাবে এই প্রকল্পের পরিদর্শন করা হয়েছে।


কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, চাকামাইয়া এবং আমতলী উপজেলার সদর ইউনিয়নের ৭০০০ একর জায়গা নিয়ে প্রস্তাবিত নতুন বিমান বন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকারের উচ্চ পর্যায়ের একটি টীম সরেজমিনে পরিদর্শন করেছেন এবং প্রাথমিক পর্যায়ে (বেবিচক) পরিদর্শন টিম মনে করছেন যে, এখানে বড় কোন নদী, খাল বা জলাশয় অথবা বড় কোন জনবসতি না থাকায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে জায়গা নির্ধারণ সঠিক বলে মনে হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin