সিটি নিউজ ডেস্ক :: অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন’এমপির স্বান্নিধ্যে বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি৷

আজ শুক্রবার ২৩ ফেব্রয়ারি অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২৩-২০২৪ সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনি এমপি।
অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি এ জেলা পর্যায় চ্যাম্পেয়ান হয়ে রাজধানী ঢাকায় ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ক্ষুদে এই দাবারূরা। তাদের এই প্রতিভা দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন’এমপি।
উল্লেখ্য বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি ইতি মধ্যে দাবা সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে সুনাম ধরে রেখেছে। তার এই সাফ্যলে বরিশাল সিটি নিউজ সম্পাদক সাংবাদিক রেদওয়ান রানা সহ পত্রিকার সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগন তার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি জান্নাতুল প্রীতির পিতা ক্রীড়া সংগঠক অলিউল ইসলাম ও মাতা ফিরোজা ইয়াসমিন সকলের কাছে ওর জন্য দোয়া চেয়েছেন। জান্নাতুল প্রীতি বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সে নিজেও দেশবাসীর কাছে বরিশালের নাম ঠরিয়ে দিতে পারে সেজন্য জেলা প্রশাসকসহ ক্রীড়াঅংগনের সাথে জরিত সকলের সহযোগীতা চেয়েছেন।





