সিটি নিউজ ডেস্ক :: ঢাকা- বরিশাল মহাসড়কে গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে দেরটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বটতলা বাজার এলাকায় এ দুরঘটনা ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার চন্দ্রহার এলাকার বাসিন্দা তিনি ভিক্ষা করে জীবিকা চালাতেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাসটি না থামিয়ে চালক দ্রুত বরিশালের দিকে চলে যায়। তাই বাস ও চালক কাউকে আটক করা সম্ভব হয়নি।
তাছাড়া দুর্ঘটনাস্থল নির্জন এলাকায় হওয়ায় সেখানে লোকজনও ছিলো কম। এ কারণে ঘাতক বাসকে প্রাথমিকভাবে সনাক্ত করা যায়নি। ঘাতক বাসের চালককে আটকে আমাদের অভিযান চলছে।
এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান (এসআই) মো. কামরুজ্জামান।





