স্টাফ রিপোর্টার ॥ দি-বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী নগরের সদররোডস্থ নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান হাওলাদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো: কামাল আফরোজ, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ডা: হাবিবুর রহমানসহ সমিতির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সমিতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনার পাশাপাশি বার্ষিক আয়-ব্যায়ের হিসেবে সদস্যদের মাঝে তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান হাওলাদার। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সভার সভাপত্বি করেন মো: কামাল আফরোজ। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।





