বরিশাল এয়ারপোর্ট থানা কতৃক”ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

“ওপেন হাউজ ডে” মানেই মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যাবস্থা নেয়া-বিএমপি পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : : বরিশাল এয়ারপোর্ট থানা কতৃক আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জিহাদুল কবির বিপিএম,পিপিএম এর সভাপতিত্বে রবিবার ১০ মার্চ সকাল ১০ ঘটিকায় থানা চত্বরে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার মো: আলী আশ্রাফ ভুইঁয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার মো: ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার ( এসি এয়ারপোর্ট থানা ) মো : শওকত আনোয়ার, উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, বীরর উত্তম আবদুল সত্তার, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ চৌধুরী,

২৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতিমা রোজী, সাবেক ভাইস চেয়ারম্যান নারী নেত্রী তাপসী, এয়ারপোর্ট থানা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাংবাদিক রেদওয়ান রানা সহ নেতৃবৃন্দ। এয়ারপোর্ট থানার দীর্ঘ একবছর পরে আবারও “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত জনসাধারণের মধ্যে সন্তোষ প্রকাশ করেন অনেকেই। এদিকে বক্তব্য সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পাশাপাশি তাৎক্ষণিক সমাধান দেওয়ারও চেষ্টা করেন নতুন এই পুলিশ কমিশনার। মাত্র কয়েক দিন আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগ দেয়ার পর থেকে নিজ মেট্রোপলিটন এলাকার অপরাধ সংক্রান্ত তথ্য পাওয়ার সাথে সাথে ব্যাবস্তা নিয়ে ইতি মধ্যেই ভ্যাপক আলোচনায় এসেছেন সদ্য যোগদান কৃত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জিহাদুল কবির বিপিএম,পিপিএম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত মাধ্যমে “ওপেন হাউজ ডে” এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এয়ারপোর্ট থানা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাংবাদিক রেদওয়ান রানা বলেন কমিউনিটি পুলিশের এয়ারপোর্ট থানা কমিটি তে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষদের সমন্বয়ের মাধ্যমে সংযুক্ত করে আগামীতে যেনো নতুন কমিটি গঠন করা হয় এবং ওয়ার্ড ভিত্তিক বিট পুলিশের অফিস গুলো পুনরায় চালু করার দাবি করেন তিনি । উক্ত অনুষ্ঠানে উপস্থিতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on linkedin