বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত, অর্থদণ্ড আদায়

নিজেস্ব প্রতিবেদক :: বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। বরি<শাল প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে আজও বিভিন্ন প্রতিষ্টানে ৪টি মামলায় এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় হয়।

শুক্রবার ১৫ মার্চ বিকালে বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। এসময় তিনি নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইনে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় আইন শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম সহযোগিতা করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে পুরো রমজান মাস জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin