সিটি নিউজ ডেস্ক :: মুলাদী এলাকায় অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের পারভেজ ব্যাপারীকে (৩৫) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শরীয়তপুর আদালতে একটি দেশীয় অস্ত্র মামলায় পারভেজ ব্যাপারীর ৭ বছর সাজা হয়েছিল। দীর্ঘদিন পালিয়ে থাকার পর ঈদে বাড়িতে এসে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
পারভেজ ব্যাপারী ওই গ্রামের লুৎফর ব্যাপারীর ছেলে।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির জানান, পারভেজ ২০০৫ সালে গোসাইরহাট থানায় একটি দেশীয় অস্ত্র মামলায় আসামি হন। ওই মামলায় ২০১০ সালে শরীয়তপুর আদালতে তার ৭ বছরের সাজা হয়। সাজা এড়াতে পারভেজ দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, পারভেজ ব্যাপারীকে শনিবার সকালে বরিশাল আদালতোর মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





