লেবুখালীতে ভাতিজার হাতে চাচা খুন!

দুমকি প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়ধীন মানষিক ভারসাম্যহীন ভাতিজার দায়ের কোপে সাবেক পুলিশ সদস্য চাচা মো: আবদুল আজিজ সিকদার (৭০) খুন হয়েছেন। আজ শনিবার ১৩এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদিফেরত ছেলে শহিদ শিকদার (২৮) ঘটনার দিন অজানা কারণে আকস্মিক উত্তেজিত হয়ে ৩ থেকে ৪ প্রতিবেশীর ঘরের দরজা-জানালা পিটিয়ে দিগবিদিক ছোটাছুটি কালে আজিজ সিকদারের হাতে থাকা দা কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন।

এ সময় প্রতিবেশীরা শহিদকে আটকে রাখে এবং গুরুতর আহতকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদারের দাবি, সৌদিফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্ব থেকে অসংলগ্ন আচরণ করছিলেন। কারো সাথে কোনো পূর্ব বিরোধ না থাকলেও মানষিক ভারসাম্য হারিয়ে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ বরিশাল হাসপাতাল মেরই বাংলা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

Share on facebook
Share on twitter
Share on linkedin