স্টাফ রিপোর্টার ॥ বরিশালে প্রচণ্ড তাপপ্রবাহে সোমবার স্কুল চলাকালীন সময়ে একটি স্কুলের সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সোমবার দুপুরে শহরের জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক বশির আহমেদ জানিয়েছেন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা ৩৮.০৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯.০২ ডিগ্রি সেলসিয়াস।
স্কুল সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরমের মধ্যে জেলার অন্যান্য স্কুলের মতো জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টায় ক্লাস শুরু হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল মাঝারি।
বেলা বাড়ার সাথে সাথে অনেক শিক্ষার্থী অতিরিক্ত উত্তপ্ত বোধ করতে শুরু করে। ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে, তার পরে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী।
অসুস্থ ছাত্রদের শিক্ষকের কক্ষে নিয়ে যাওয়া হয় এবং পানীয় জল, স্যালাইন দ্রবণ এবং মাথায় ঠান্ডা কম্প্রেস সরবরাহ করা হয়। অসুস্থ হয়ে পড়লে, তাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের বাড়িতে পাঠানো হয়।
জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক কাওসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিটি শ্রেণিকক্ষে ৪০-৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রচণ্ড গরমে বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের অস্বস্তি বেড়েছে। প্রাথমিক চিকিৎসার পর শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বাড়ি পাঠানো হয়েছে।
আক্রান্ত শিক্ষার্থীরা ক্লাস শুরুর পর থেকে পেটে ব্যথা, মাথাব্যথা এবং বমি বমি ভাবের মতো উপসর্গের সম্মুখীন হওয়ার কথা জানিয়েছে।





