বরিশাল বিআরটিসি ডিপোর পেছন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সিটি নিউজ ডেস্ক :: বরিশাল নগরী নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিআরটিসি বাস ডিপোর পেছনের লেক থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আজ বুধবার ১৯ জুন দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় লাশটি পাওয়া যায় বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি তদন্ত লোকমান হোসেন জানিয়েছেন। নিহত পঞ্চাশোর্ধ ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ওসি বলেন, বিআরটিসির বাস ডিপোর পিছনের লেকে নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। খবর পেয়ে তারা গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেন।

ওসি লোকমান বলেন, লাশের ধরণ দেখে মনে হচ্ছে ৫-৬ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশের পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাল রংয়ে মেক্সি পরিহিত ওই নারীর বয়স পঞ্চাশের বেশি। মৃত্যুর কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীর পরিচয় শনাক্তে ডিএনএ স্যাম্পল রাখা হবে বলে জানান ওসি লোকমান হোসেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin