সিটি নিউজ ডেস্ক // বৃহত্তর কাশিপুরের তৎকালীন জমিদার জুরান মুখার্জি এর দৌহিত্র এবং
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি মানিক মুখার্জি ”কুডু” এর একমাত্র পুত্র, নগরীর ২৮ নং ওয়ার্ড ফিসারী রোডস্থ ঐতিহ্যবাহী মুখার্জি বাড়ীর সর্বকনিষ্ঠ সদস্য, শিবাশীষ মুখার্জি ( টোটন ) এর বিবাহওর সংবর্ধনা অনুষ্ঠান বিভিন্ন পর্বের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ জুন সোমবার সন্ধায় নগরীর বরিশাল ক্লাব এর অমৃত লাল দে মিলনায়তনে ঐতিহ্যবাহী মুখার্জী বাড়ীর মানিক মুখার্জী কুডু (কাকা)-এর সুযোগ্য উত্তরসূরী শিবাশীষ মুখার্জী’র বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের রাজনৈতিক,সাংবাদিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশার শুভাকাক্ষিং শিবাশীষ মুখার্জী’র বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে উপস্থিত থেকে নব দম্পতিকে শুভেচ্ছা ও শুভকামনা যানিয়েছেন।





