স্টাফ রিপোর্টার // বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে অমৃত গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্গীয় অমৃত লাল দে ১০০ তম জন্ম শতবর্ষ পালন করলো পরিবার।
তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি,আনন্দ শোভাযাত্রা, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাকংন প্রতিযোগীতা,প্রদীপ প্রজলন এবং পুরস্কার বিতরন। এই কৃত্তিমানের পৃথিবীতে আসার দিনটি ১৯২৪ সালের এই দিনে আজ -২০২৪ সনে তার ১শ বছরে এসে তাকে শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করছেন সকল শ্রেনি পেশার মানুষ।
বৃহস্পিতবার ২৭ জুন সকাল ৭টায় শিক্ষণুরাগী,দানবীর অমৃত লাল দে এর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ছোট ভাই বিজয় কৃষ্ঞ দে’র নেতৃত্বে তার পরিবারের সদস্যগন, তার পরপরই বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম,অমৃত লাল দে মহা বিদ্যালয়ের পরিচালনা পষর্দ,অমৃত গ্রুপের ডেপুটি ম্যনেজিং ডাইরেক্টর ভানু লাল দে, তন্ময় দে,রাহুল দে প্রমুখ।





