স্টা’ফ রি’র্পো’টার // বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ড জাতীয় যুবসংহতি এর সাধারন সম্পাদক এর মৃত্যুর খরব শুনে পরিবারকে শান্তনা দিতে মরহুমের বাড়িতে শুটে যায়, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

শনিবার (২৯) জুন নগরীর পুরান পাড়া স্কুল সংলগ্ন মরহুম জাতীয় যুবসংহতি ৩নং ওয়ার্ড এর সাধারন সম্পাদক সুমন এর পরিবারের সাথে সমবেদনা যানান ইকবাল হোসেন তাপস।

সেসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এ্যাড এম এ জলিল, রফিকুল ইসলাম গফুর, আখতার রহমান সপ্রু, অধ্যাপক গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ।

মৃত নেতার পরিবারের হাতে তখন আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন জাতীয় যুবসংহতি ৩নং ওয়ার্ড এর সাধারন সম্পাদক সুমন এর মৃত্যুতে দলের অনেক বড় ক্ষতি হয়েছে, এখনকার সময় সুমনের মত ত্যাগী কর্মী পাওয়া কঠিন। ওর শুন্যতা পুরণ হওয়ার নয়।

পাশাপশি যে কোনা কাজে তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin