বরিশাল ও চট্টগ্রাম সিটির অভিজ্ঞতা ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

রেদওয়ান রানা // নতুন বরিশাল গড়ার অঙ্গীকার জয় হোক শেক হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে এবং নতুন বরিশাল গড়ার লক্ষ্যে বরিশাল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার ২জুলাই উক্ত সভায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।সেসময় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম সহ দুই সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বরিশাল সিটি কর্পোরেশনে ওই অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের জন্য মতবিনিময় সভা সিটি মেয়রের সফর সঙ্গী হিসেবে ছিলেন মেয়রপত্নী নারী নেত্রী লুনা আবদুল্লাহ্, প্যানেল মেয়র-১ জিয়াউর রহমান বিপ্লব,প্যানেল মেয়র-৩ কহিনুর বেগম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার,৩০নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল মামুন শাহিন,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রেশমি বেগম,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইসরাত জাহান লাভলী প্রমুখ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের প্রথমে বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)কে ফুলের শুভেচ্ছা ও সম্মননা স্মারক তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী ।

এর পরপরই দুই নগর পিতার মধ্যে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin