সিটি নিউজ :: বরিশাল নগরীর বাঘিয়া আবহাওয়া অফিস সংল্গন একটি ডোবায় অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
বরিশাল নগরীর কাউনিয়া থানা সিমানা ঘেসা ও এয়ারপোর্ট থানার ২৯ নং ওয়ার্ডের শিকদার বাড়ি ও হাওলাদার বাড়ির মাঝখানে ডোবা থেকে আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ধুসর রং এর গেঞ্জি ও জিন্সের কালো প্যান্ট পরিহিত অর্ধ গলিত কচুর পানা যুক্ত পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
এদিকে লাশ উদ্ধার পর সুরতহাল রিপোর্টে পুলিশ জানায় লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। পুলিশ আরও জানায় লাশের বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে।এছাড়া মুখের পচন ধরায় সাভিাবিক মানুষের গঠনের না থাকায় তাকে চিনতে অসুবিদা হচ্ছে।





