রেদওয়ান রানা // বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু (সাংগঠনিক দলনেতা বরিশাল বিভাগ ) এর তত্ত্বাবধানে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর এর বিলুপ্ত ৩০ টি ওয়ার্ড সমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের সমন্বয়ে নিম্নলিখিত ৮টি টিম গঠন করা হয় ।
শনিবার ৫ এপ্রিল বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারু ‘র সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
দায়িত্ব পেলন যারা টিমের নম্বর -১ দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ড ৩, ১০,২৭ ও ২৯, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,সদস্য মঞ্জুরুল আহসান জিসান, সদস্য এ্যাডভোকেট শেখ হুমায়ন কবির মাসুদ ও মো : দুললা গাজী। ২ নম্বর টিমের, দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ড ২২,২৩,২৪ ও ২৫, যুগ্ম আহবায়ক মো: আল আমনি, সদস্য আহমেদ জেকি অনুপম, সদস্য জাহিদুর রহমান রিপন, সদস্য আরিফুর রহমান বাবু , সদস্য নুরুল ইসলাম পনির।
৩ নম্বর টিমের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ড ১১,১৩,১৪ ও ২০ যুগ্ম আহবায়ক আবু মুসা কাজল, সদস্য গোলাম কাদির স্বপন, সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, সদস্য শামীমা আকবর , সদস্য এ্যাডভোকেট সাঈদ খোকন। ৪ নম্বর টিমের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ড আবদুল হালিম মৃধা যুগ্ম আহবায়ক,সদস্য সাইফুল আনাম বিপু, সদস্য জুলহাস উদ্দিন মাসুদ, সদস্য আসাদুজ্জামান মারুফ, সদস্য এ্যডেভোকেট সুফিয়া আক্তার।
৫ নম্বর টিমের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ড ২,৪,৭ ও ৩০,যুগ্ম আহবায়ক মো : সাজ্জাদ হোসেন, সদস্য রফিকুল ইসলাম মঈন, সদস্য কামরুল হাসান রতন , সদস্য একেএম মিজানুর রহমান ও সদস্য মাসুদ হাওলাদার।৬ নম্বর টিমের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ড ১৫,১৭,১৮ ও ২১ যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য আল মাসুম, সদস্য আবদুল হক মাস্টার, সদস্য মো: সোহেল সিকদার ও সদস্য কাজি বশির।
৭ নম্বর টিমের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ড ৫,৬,২৬ ও ২৮ যুগ্ম আহবায়ক মাহফুজার রহমান মাহফুজ, সদস্য এ্যাডভোকেট সরোয়ার হোসেন, সদস্য এ্যাডভোকেট তসলিম , সদস্য নওশদ আহমেদ নানটু ও সদস্য আবদুর রহমান হাওলাদার। এবং সব শেষ ৮ নম্বর টিমের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ড ১ ও ১৬ যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবুল কালাম, আজাদ, সদস্য বদিউজ্জামান টলন, সদস্য খসরুল আলম তপন ও সদস্য হাসিনা কামাল প্রমুখ।
এর মধ্যে ৩জন যুগ্ম আহবায়ক এই কমিটির প্রত্যাক্ষান করে সভা ত্যাগ করে চলে যায়। তারা হলেন যুগ্ম আহবায়ক আবদুল হালিম মৃধা,যুগ্ম আহবায়ক আবু মুসা কাজল, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু,। তাদের দাবী গত মার্চে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি সম্মেলন এর মাধ্যমে ওয়ার্ড কমিটি হবে এটা আমাদের দীর্ঘ দিনের দাবী। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া সেটা না করে হুট করে একটা মিটিং ডেকে আমাদের হাতে একটা ফটো কপি ধরিয়ে দিয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না।
দায়িত্বপ্রাপ্ত সকল যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া।





