বরিশাল-ঢাকা মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভযিান

ঈদ শেষে বরিশাল থেকে সড়ক পথে কর্মস্থলে ফিরতে শুরু করেছে যাত্রীরা। সেক্ষেত্রে সড়ক পথ যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও ট্রাফিক পুলিশ বিভাগের সাথে যৌথভাবে কাজ করেছেন নিরাপদ সড়ক বাস্তবায়নে।

রোববার (৬ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি মুক্ত যাত্রা নিশ্চত করতে বেলা ৩টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় দ্বায়িত্ব পালন করেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাধারন সম্পাদক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য মো: ইমরান হাসান মাইনুল।

এছাড়াও বিগত দিনের ন্যায় দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে মাইক বাজিয়ে চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক প্রচার-প্রচারণা করা হয়। এদিকে নিসচার এমন মানবিক কাজের প্রশংসা করেছে কর্মস্থলমুখী যাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ বিষয় জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। এর আগে আমরা ঈদের আগে ৩ দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৬ দিন ট্রাফিক পুলিশের সাথে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। কর্মস্থলগামী যাত্রীদের ভোগান্তি দূর করতে আমাদের এই কাজ।

Share on facebook
Share on twitter
Share on linkedin