বরিশালে হাসান হত্যা’অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সিটি নিউজ ডেস্ক :: বরিশালে মো: হাসান হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে নগরীর সাদুর বটতলা, লাকুটিয়া সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত হাসানের ছোটভাই তারেক, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, মিতু আক্তার, আব্দুর রহিম প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা হাসান হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও আসামিদের দ্রুত ফাঁসির কার্যকরের দাবি জানায়। কোনোভাবে তারা যেন আইনের ফাঁক-ফোকড় দিয়ে জামিন না পায় তারও দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

প্রসঙ্গত, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর বাঘিয়া ২৯ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি ও হাওলাদার বাড়ির মাঝখানে কচুরিপানাবেষ্টিত ডোবার মধ্য থেকে দিনমজুর হাসানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা য়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin