বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক প্রেমিকের মৃত্যু

সিটি নিউজ ডেস্ক :: বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। ওই প্রেমিক পেশায় ব্যবসায়ী নাম মো: মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

মাসুদের পরিবারের অভিযোগ, বুধবার প্রেমিকা কৌশলে মাসুদুর রহমানকে বাসায় ডেকে নিয়ে ছুড়ি দিয়ে আঘাত করেন।

ওইদিন রাতেই তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রোড এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।শান্তা তাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিলেন, বিষয়টি তিনি বুঝতে পারেননি। 

তিনি বলেন, বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লক্ষ টাকা নিয়ে তিনি রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকেন। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেওয়ার জন্য জোড়াজুড়ি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানাযন। এসময় শান্ত তার পেটে ছুরি দিয়ে আঘাত করেন।

পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় আমার ভাই মাসুদকে উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। 

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার আমরা হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। তখন হামলার শিকার মাসুদুর রহমান বলেন, তিনি জুতার রেক থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও তখন জানিয়েছেন, তাই আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি মিজান বলেন, মাসুদুর রহমানের সাথে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদুর রহমান বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। সুত্র, কালের কন্ঠ

Share on facebook
Share on twitter
Share on linkedin