বরিশালে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাতে নগরীর কাউনিয়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করে কোতোয়ালি মডেলথানা পুলিশ।

সিটি নিউজ ডেস্ক :: বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিএনপির মামলায় ছাত্রলীগ নেতা শিমান্ত (২৬) গ্রেপ্তার হয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে ছাত্রলীগ নেতা শিমান্তকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত শিমান্ত নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা, তিনি মৃত ফিরোজ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বরিশাল মহানগর ছাত্রলীগের ৯ নং ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin