বরিশাল জেলা ছাত্রলীগ নেতা আটক

সিটি নিউজ ডেস্ক :: বরিশালে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাদের অনুসারী শাহরিয়ার আলম সাদকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর বিএম স্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে শাহরিয়ার আলম সাদকে গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, শাহরিয়ার আলম সাদ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। কিছুদিন আগে নগরীতে রাতের আঁধারে সরকারবিরোধী একটি মিছিলে অংশ নিতে দেখা যায় তাকে, যা নিয়ে নগরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে হামলায় অনেক শিক্ষার্থী ও সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলছেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের নেতাদের দ্বারা হামলা হয়েছিলো আন্দোলনের সময়ে এবং সম্প্রতি তারা নগরীতে মিছিল করে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছে।

তবে আশ্চর্যের বিষয় হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদকে আটকের পরে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সাদকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাপ করতে দেখা যায়! তবে শেষ পর্যন্ত মহানগর বিএনপির শীর্ষ এক নেতার কঠোর নির্দেশে তা আর সম্ভব হয় নি।

অন্যদিকে ছাত্রলীগ নেতা সাদ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।

Share on facebook
Share on twitter
Share on linkedin