জুলাই গণঅভ্যুত্থানে বরিশালে হামলার অভিযোগে মামলা’ ৫৪৭ জন আসামী

নিজস্ব প্রতিবেদক ::: সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, বিসিসির সাবেক দুই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৫৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালে মামলা দায়ের হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে বরিশালে হামলার অভিযোগে করা এ মামলায় ২৪৭ জনকে নামধারীসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়েছে। এ মামলার বাদী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রীস্টান মিশনারি দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তায় বিস্ফোরণ ঘটায়। এরপর অস্ত্র নিয়ে ছাত্রজনতার ওপর হামলা চালায় অভিযুক্তরা।

এ মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন- বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin