সিটি নিউজ ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য (অন্তবর্তিকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম যোগদান করেছেন।

আজ বৃহস্পতিবার ১৫ মে সকালে তিনি আনুষ্ঠনিক ভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় যোগ দেন।
পরে বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দেলনরত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ।পরে আন্দেলনরত শিক্ষার্থীরা বন্ধ থাকা ভিসির তালা বদ্ধ বাস ভবন সহ সকল দপ্তর চালু করে দেয়।
তালা খুলে দেয়ার সময় সদ্য যোগদানকারী উপাচার্য (অন্তবর্তিকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন
চাবি তোমাদের কাছে থাকলো আমার মাধ্যমে যদি অন্যায় পাও তাহলে আবার তালা দিয়ে দিও ।





