সিটি নিউজ ডেস্ক ।। চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম নিজস্ব প্রতিবেদক বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী শিপন আকনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১৯ মে) রাত আটটার দিকে ইউনিয়নের বাড়ইকান্দি স্থানে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিপন বর্তমানে বরিশাল শের-ই ভাংলা হাসপাতালে ভর্তি রয়েছে।
শিপন আকন চাষী পতাং গ্রামের সত্তার আকনের ছেলে ও স্থানীয় ফল ব্যবসায়ী। শিপন আকনের স্বজন মেহেদি জানান, সোমবার রাত আটটার দিকে শিপন বাড়ি ফেরার সময় বাড়ইকান্দি ঘাটে বসে হামলা চালানো হয়। এসময় হামলায় অংশ নেয় একই এলাকার রফেজ আলির দুই ছেলে জুয়েল ও বেল্লাল, ছিদ্দিক বাজার এলাকার এমরান, বাড়ইকান্দি গ্রামের মাসুদ ফকিরসহ ১০/১২ জন। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা শিপনকে মৃত ভেবে ফেলে রেখে যায়।
পরে ওই গ্রামের আজাদ মুন্সি নদীর পাশে শিপনকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। শিপন আকনের স্বজন মেহেদি আরও বলেন, শিপন আকন কাচামালের ব্যবসা করে।
ঘাটে কাচামালের ব্যবসা করতে শিপনের কাছে চাঁদা দাবি করেন হামলাকারীরা। সেই চাঁদার টাকা না দেয়ায় শিপেনের উপর বর্বর হামলা করে সন্ত্রাসীরা। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।





