সিটি নিউজ ডেস্ক :: শিশুটি নাম রুহুল আমিন, বয়স ৭ বছর। বরিশাল শহরের অক্সফোর্ড মিশন রোডের একটি ঘিঞ্জি বাসায় থাকে। সকালে স্কুলে যায়। বিকেলে নেমে পড়ে কাজে। ফেরি করে বাদাম বিক্রি করে মাকে সাহায্য করে।
এই বয়সে কখনো কি সংসারের জন্য কাজ করেছিলেন আপনি? অধিকাংশের উত্তর হবে না।
অসহায় ছেলেটি লেখাপড়া শিখে সরকারি অফিসার হতে চায়। তার ইচ্ছা নিজের রোজগারের টাকায় মাকে ভরণ পোষণ দিবে। ছোট শিশুটিকে সহায়তা করতে এগিয়ে আসার অনুরোধ করছি। সংগ্রহিত





