বিটিএ সভাপতির উপর হামলা ও গ্রেপ্তার’র প্রতিবাদে বরিশালে কর্মবিরতি পালিত।

স্টাফ রিপোর্টার ।। বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ কাইউম হোসেনের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল আঞ্চলিক শাখার অধীনস্থ সকল শিক্ষক এই কর্মবিরতিতে অংশ নেন। 

বৃহস্পতিবার ২২ মে সকাল ৯ টা থেকে দিনব্যাপী এই  কর্মসূচি পালন করা হয়।

বরিশাল নগরীর বেশ কয়েকটি বিদ্যালয় যেমন আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, 

জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চহুৎপুর  মাধ্যমিক বিদ্যালয়, সাবেরা খাতুন বালিকা বিদ্যালয়,এস এ জিএম (চৈতন্য) স্কুলে খোঁজ নিয়ে জানা যায় কেন্দ্রীয় সভাপতি কায়সার হোসেনের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচিতে অংশ নেন তারা। 

সকাল থেকেই ক্লাস বর্জন করে তারা শিক্ষক রুমে বসে থাকতে দেখা যায় তাদের। অপরদিকে শিক্ষার্থীরা ক্লাস

বর্জনে কথা শুনে তাদের মধ্যে মিশ্রিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ কাইউম হোসেনের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন বিষয়ে বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ সুনীলবরণ হালদার জানায় শিক্ষা জাতীয়করণসহ কয়েক দফা দাবিতে জাতীয় প্রেসক্লার সামনে চলমান অবস্থান কর্মসূচিতে হামলা চালায় একটি গ্রুপ তারই প্রতিবাদে আর সারাদেশের মতো আমরা বরিশাল আঞ্চলিক শাখাও এই কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেছি। 

শিক্ষকদের প্রাণে সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর কেন্দ্রীয় সভাপতি শেখ কাইয়ুম হোসেন এর উপরে ন্যাক্কারজনক হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিক্ষক নেতা আসাদুল আলম আসাদ জানায় আজ আমরা কর্মবিরোধী পালন করেছি, তাকে স্ব-সম্মানে মুক্তি না দিলে আগামীতে এর চেয়ে বড় এবং

কঠিন কর্মসূচি দিয়ে শিক্ষকদের দাবি আদায় করা হবে। 

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় কমিটির নেতা ও আলেকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম জানায় আমরা এই দাবি নিয়ে বহু বছর যাবত আন্দোলন করে আসছি, গতকালকের হামলায় আমিও এই স্টেজে ছিলাম, শিক্ষকরা শিক্ষকদের উপরে এত জঘন্য ভাবে হামলা চালাতে পারে, তা আমার জানা ছিল না। 

এই আন্দোলন সকল শিক্ষক এখানে কোন দলীয় কোন কোন্দল নেই। হামলাকারীরা আমাদের সভাপতি সহ শিক্ষকদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনা সহ দোষীদের বিচার এবং  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ আন্দোলনরত শিক্ষকদের  আটক করেছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। 

Share on facebook
Share on twitter
Share on linkedin