বিসিসি’র প্রশাসক,সিইও-সচিব সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সিটি নিউজ ডেস্ক ।।বরিশাল: কখনো হিরণ স্কয়ার আবার কখনো পাবলিক স্কয়ার নাম দিয়ে অবৈধভাবে নগরির প্রাণকেন্দ্র সদররোডের বিবির পুকুরপাড় সংলগ্ন শতকোটি টাকা মুল্যের জমি দখলের অভিযোগ এনে বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছার , প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী , সচিব রুম্পা শিকদার সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভুগী মিজানুর রহমান নামে এক ব্যক্তি।

৩৮ শতক জমি নিজের মালিকানা দাবি করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আমলী আদালতে এ মামলা দায়ের করেন তিনি।

আদালতের বিচারক মোঃ নুরুল আমিন মামলা আমলে নিয়ে বিএমপি গোয়েন্দা শাখার একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা দ্বারা নালিশী দরখাস্তের প্রাথমিক সত্যতা অনুসন্ধানপূর্বক আগামী ২১ সেপ্টেম্বর ইংরেজি তারিখের মধ্যে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। মামলার অপর দুজন আসামি হলো, এস্টেট অফিসার মাহবুবুর রহমান ও পরিছন্নতা অফিসার দিপক মৃধা।

মামলায় উল্লেখ রয়েছে- আসামিগণ সাবেক মেয়র মরহুম শওকত হোসেন এর নাম ব্যবহার করে হিরণ স্কয়ার আবার কোন কোন সময় একই জমিতে পাবলিক স্কয়ার নাম ব্যবহার করে অন্যায় ভাবে ক্ষমতার দাপটে বাদির তফসিলি জমি জবর দখল করে রেখেছে। জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাদির তফসিলি জমি তাকে দখল বুঝিয়ে দেয়। পরে বাদি তার ভোগ দখলের জমিতে ময়লা আবর্জনা পরিষ্কার করে উন্নয়নমূলক কাজ করতে শুরু করে।

এ সময় দায়েরকৃত মামলার আসামীরাসহ বিসিসির কর্মকর্তা ও -কর্মচারীরা গভীর রাতে এসে জমির মূল ফটকের লোহার গেইট ভেঙ্গে সেখানে টানানো সাইনবোর্ড ভেঙ্গে বিবির পুকুরে ফেলে দেয়। একইসাথে আসামীরা বিভিন্ন স্থানের পাকা পিলার ভেঙ্গে উপড়ে ফেলে। আসামীরা নির্মাণ কাজের জন্য আনা বাদির বিভিন্ন নির্মাণাধীন সামগ্রী তাদের ব্যবহৃত গাড়িতে অন্যত্র নিয়ে যায়। এ ঘটনায় বাদির ২০ লাখ টাকার ক্ষতিসাধনের পাশাপাশি আসামীরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল জোরপূর্বক নেওয়ার অভিযোগ এনে ওই মামলা দায়ের করেন।সুত্র, প্রতিদিনের সংবাদ

Share on facebook
Share on twitter
Share on linkedin