বরিশালে বন্যায় প্লাবিত মানুষের পাশে যুবদল নেতা রাজু

সিটি নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে প্লাবিত নিমাঞ্চল এলাকার পানিবন্দি মানুষের খোঁজ-খবর নিয়েছেন বরিশাল মহানগর যুবদল নেতা রাজু খন্দকার।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিনভর ঘুরে ঘুরে নগরীর পলাশপুরের ৫ নং গুচ্ছগ্রাম, ৬ নং গুচ্ছগ্রাম, ৭ নং গুচ্ছগ্রাম ও মোহাম্মদপুরের গুচ্ছগ্রামের মানুষের খোঁজ-খবর নেন তিনি। পাশাপাশি হযরত শাহজালাল (র:) সরকারি প্রথমিক বিদ্যালয় ও আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্লাবিত এলাকার মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরিশালে বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাটে মানুষের চলাচল সীমিত হয়ে গেছে। চাকরিজীবীরা কর্মস্থলে যেতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন। এছাড়ও নগরীর নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর ও নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বরিশালে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।সুত্র,ক্রইম নিউজ

Share on facebook
Share on twitter
Share on linkedin