এনজিওগ্রাম রির্পোট ভালো’ হার্টে কোন সমস্যা নেই-জিয়া সিকদার

সিটি নিউজ ডেস্ক ।। এনজিওগ্রাম করে বেশ ভালো আছি আর আমার “হার্টে কোন সমস্যা নেই। বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো : জিয়া উদ্দিন সিকদার জিয়া।

রবিবার ২ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি একথা বলেন।

এনজিওগ্রাম শেষে চিকিৎসক জানায় তার এনজিওগ্রাম রির্পোট ভালো আসছ ‘ হার্টে কোন সমস্যা নেই,তাই হার্টে কোন রিং পরানো দরকার নেই।তিনি সুস্থ্য আছেন।

এদিকে জিয়া উদ্দিন সিকদার’ তিনি বরিশালের রাজনৈতিক অংঙ্গন সহ বিভিন্ন মহলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়ে নিজের ফেইসবুক পেইজে স্টাটাস দেন বিএনপির এই নেতা।

Share on facebook
Share on twitter
Share on linkedin