নগরীর কাশীপুরে মোটরসাইকেল চুরি’থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ড সুগন্ধা হাউজিং এলাকা থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। এ বিষয় ভুক্তভোগী মীর রিয়াজুল ইসলাম (সৌরভ) বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ভুক্তভোগী মীর রিয়াজুল ইসলাম সৌরভ উল্লেখ করেন- আমার বাজাজ কোম্পানীর পালসার ১৫০ সিসি মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নং-বরিশাল মেট্রো ল-১১-৯২৩৬, গত ১জুন সন্ধ্যা ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন ইছাকাঠি আনসার ক্যাম্পের বিপরিত পাশে ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে রেখে হাজ্বী আবাসনের ভিতরে যাই।

রাত ৮টার দিকে হাজ্বী আবাসন থেকে বাহির হয়ে দেখি আমার মোটরসাইলেটি উক্ত স্থানে নাই। এতে আমি বুজতে পারি যে, ওই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করেছে।

এমতাবস্থায় উল্লেখিত ঘটনায় আইনী সহায়তায় পাওয়ার প্রয়োজন মনে করেন ভুক্তভোগী মীর রিয়াজুল ইসলাম। তিনি এবিষয়ে সকলের সহোযগীতা কামনা করেন।

তিনি চুরি হওয়া গাড়িটি কারো নজরে পড়লে দ্রুত ভুক্তভোগীর এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন

০১৭১০- ৯৬০৫০৪

Share on facebook
Share on twitter
Share on linkedin