বরিশালে ঈদের দিনেই বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীরা ছিলো সক্রিয়

সিটি নিউজ ডেস্ক।। মুসলিম উম্মার দুইটি বড় উৎসবের একটি কুরবানির ঈদ” পবিত্র ঈদুল আজহার দিনেই বরিশাল নগরীর প্রায় সব স্থানের পশু কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সাত শতাধিক কর্মী এই অপসারণ কাজে সক্রিয়ভাবে অংশ নেন দাবী সংশ্লিষ্ট দপ্তরের।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, নগরীর যেসব স্থানে পশু কোরবানি করা হয়েছে- সেই স্থানটি ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। একদিনেই তারা কোরবানি পশুর সর্বমোট ২৩০ টন বর্জ্য অপসারণ করেছেন।

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো: ইউসুফ আলী জানান, নগরের বগুড়া রোড এলাকা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ কার্যক্রম। সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩০টি ওয়ার্ডে পশু কোনবানির জন্য ২০২টি স্পট নির্ধারণ করে দেয়া হয়েছিল।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার বলেন, বরিশাল সিটি করপোরেশনের ৭০০ পরিচ্ছন্নতাকর্মী এ কাজে নিয়োজিত ছিলেন। মোট ২৫টি ময়লার ট্রাক, ১২০টি ভ্যান বক্স, তিনটি পানির ট্রাক ও চারটি পে-লোডারের মাধ্যমে বর্জ্য অপসারণের কাজ করা হয়। এরপর ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে নগরীর সড়কগুলো।

বিসিসির কর্মকর্তারা জানায়, ঈদের আগেই বরিশাল নগরীর প্রতিটি ওয়ার্ডে বর্জ্য রাখার জন্য ৫০০টি করে বস্তা ও ৫০ কেজি করে ব্লিচিং পাউডার পাঠানো হয়েছিল। এর ফলে এবারে পশু কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যেই অপসারণ করা সম্ভব হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin