স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা


সিটি নিউজ ডেস্ক ।। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (৮ জুন) ঈদের পর দিন দুপুর দেড়টার দিকে পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আইস ফ্যাক্টরি রোডের ভাড়া বাসার নিজ শয়ন কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম বিলকিস আক্তার (২৭)। তিনি পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মিয়ার বাপের বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. জাহেদের স্ত্রী। তারা আইস ফ্যাক্টরি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

জানা গেছে, চার মাস পূর্বে পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার আবেদুর রহমান বাড়ির রিকশাচালক আবু সৈয়দের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে মো. জাহেদের বিয়ে হয়। তবে গত কয়েকদিন ধরে কুরবানির ঈদে ছাগল না দেয়ায় নিয়ে বিলকিসকে নানা ধরণের কথা শোনাচ্ছিল বলে জানিয়েছেন রিকশাচালক আবু সৈয়দ।

তিনি বলেন, ‘আমার মেয়ের বিয়ের পর থেকে যতো টুকু সাধ্য ছিলো জামাইকে দিয়েছি। কুরবানির ঈদে কিছুই দিতে পারেনি বলে মেয়েকে কটু কথা বলে। মেয়েটা এমনিতেই জেদী- বাবা-মা ধরে কেউ গালি দিলে সহ্য করতে পারে না।’

বিলকিসের ভাসুর মো. জাবেদ বলেন, ‘জাহেদের বিয়ের পর থেকে আমরা আলাদা ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকি। রোববার দুপুরে জাহেদ ফোন করে জানায় যে বিলকিস ঘরের সিলিংয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর বিলকিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আলী বিন কাসিম বলেন, ‘বিলকিস আক্তারকে মৃত অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Share on twitter
Share on linkedin