রেদওয়ান রানা ।। মুসলিম উম্মার বড় উৎসবের মধ্যে একটি পবিত্র কুরবানির ঈদ’ বিশাল ছুটি কাটিয়ে এবার কর্মস্থালে ফেরার প্রতিযোগীতা। আর এই ঈদ পরবর্তী কর্মস্থালে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতে বরিশাল জেলা প্রশাসন এর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ জুন) বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো : দেলোয়ার হোসেন এর নির্দেশনায়’ বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী বাসস্ট্যান্ডে, ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ করতে সার্বক্ষনিক জেলা প্রশাসনের মনিটরিং টিম কার্যক্রম পরিচালনা করছে।
আজ শুক্রবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, মাসুমা আহমেদ লুনা ও শাকিল রোখসাইন ।তাদের নেতৃত্বে কর্মস্থল মুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এসময় বিভিন্ন বাসে সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি বাস কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন তারা।এসময় বরিশাল থেকে রাজধানী সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া একাধীক পরিবহনে অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগামী বিভিন্ন পরিবহন ।এছাড়াও বরিশাল লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন। এসময় অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য পরিবহন শ্রমিকদেরকে সতর্ক করার, পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩ টি পৃথক মামলায় সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় পরিবহন কর্তৃক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত ৭ হাজার টাকা যাত্রীদের মাঝে ফেরত প্রদানের ব্যবস্থা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন।এবং রাতে বরিশাল লঞ্চ টার্মিনাল এলাকায় লঞ্চের যাত্রীসেবার মানউন্নয়ন, অতিরিক্ত ভাড়া আদায়, ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিবহন, টিকেট কালোবাজারি ও অবৈধ মালামাল পরিবহনসহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করেন তারা।
এছাড়া যাত্রী হয়রানির মত অপরাধের প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন’। তারা জানায় সাধারন মানুষের কর্মস্থালে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতে বরিশাল জেলা প্রশাসন এর মোবাইল কোর্ট অব্যহত থাকবে।





